
মোঃ আব্দুল্লাহ্, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দোভাষীবাজার তৈয়বীয়া সুন্নীয়া মাদরাসার গেইটের পূর্ব পাশে স্থাপিত হয় একটি মানবতার দেয়াল। ১৬ই আগস্ট রোজ শুক্রবার চন্দ্রঘোনা দোভাষীবাজারে “ইয়ুথ’স ব্রাইট ফিউচার” নামের এক সেবামূলক সংগঠনের ব্যবস্থাপনায় এ “মানবতার দেয়াল” কর্মসূচির উদ্ভোধন করা হয়। উদ্ভোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা দোভাষীবাজার ব্যবসায়ী সমিতির সহ-সাধারন সম্পাদক মুহাম্মদ মোখতার হোসেন, উক্ত সংগঠনের প্রধান আহবায়ক সাইফুল করিম রুবেল, অন্যতম সদস্য ইমরান হোসেন, মুহাম্মদ মইন উদ্দীন, বিধান চৌধুরী, সাহেদ, তানভীর, আরজু, সম্রাট বাবর, বখতিয়ার, মানিক প্রমুখ । সংগঠনের আহবায়ক রুবেল বলেন, এখানে মূলত কারো অপ্রয়োজনীয় জিনিস রেখে যাবে এবং সেখান থেকে যার যেটা প্রয়োজন সেটা নিয়ে যাবে। এতে করে স্বাবলম্বীরা অপচয় না করে তাদের অবশিষ্ট জিনিস একজন দরিদ্র মানুষ কাজে লাগাতে পারবে। তিনি আরো বলেন, অসহায়দের সহযোগিতা করার লক্ষ্যেই সংগঠনের এই ছোট্ট প্রয়াস, সামর্থ অনুযায়ী এরকম সেবামূলক কাজ করার মাধ্যমে সর্বদা মানুষের পাশে থাকাই হলো উক্ত সংগঠনের উদ্দেশ্য।