মিলি হক
ছাদের কার্নিশে গলে পড়া শাড়ির আঁচলে
মায়ের মমতার শব্দ
আকাশের সুউচ্চ সীমানা ছাড়িয়ে
পতাকার লালিমার শব্দ
খাটের নিচে আলমারির কুঠুরে
ইঁদুরের কুটকাট ষড়যন্ত্রের শব্দ
শব্দরা সব খেলা করে বনে জঙ্গলে
ভুতুড়ে আবাসে জোনাকির আলোয়
শব্দরা নেচে যায় গেয়ে যায়
শ্মশান ঘাটে গোরস্থানে
যানজটের ক্লান্তিতে শ্রমিকের ঘামে
ওভার ব্রিজের ভিক্ষুকের ধাতব পাত্রের ঝংকারে
এত শব্দ থেকে মালা গেঁথে নাও
হে কবি , শৃংখলাবদ্ধ করে নাও
মালা গেঁথে নাও । কবিতা সাজাও
শব্দরা সব সশব্দে বেরিয়ে আসুক
বেনো জলে ভাসাও তরী
বুভুক্ষু কবি এত শব্দের মাঝে
নিঃশব্দ থেকো না
শব্দের মিছিল বানাও স্লোগান দাও
শব্দের অত্যাচারে বধির কবি
কলঙ্কিত শব্দগুলির শোভাবর্ধন করো
বাড়িওয়ালার খিস্তি খেউর
ছাত্রনেতার মারদাঙ্গা শব্দগুলি
পরিশোধিত করে মহান সম্মান দাও
শিশু ভূমিষ্ঠ হবার চিৎকার কে স্বাগত জানাও
এত শব্দের মাঝে দিশেহারা কবি
নতুন কিছু শব্দ বানাও।