
ফয়সাল সিকদারঃ
১৭/৮/২০১৯ ইং বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম মহিলা কলেজের ছাত্রী সুখী আকতার (১৮) কে এলাকার চিহ্ন সুমন নামের এক ইয়াবা ব্যবসায়ী গুরুতর আহত করে। চকবাজার মেডিকেল হাসপাতা চিকিৎসাদ্বীন আছে। বর্তমান সুমনের নামে বায়েজিদ থানায় একটি অভিযোগ করেছে বলে আহত ছাত্রী আমাদের প্রতিনিধি কে জানান।
চট্টগ্রাম মহানগর বায়েজিদ থানা এলাকায় শেরশাহ মাইজপাড়া বেলাল খাদেম এর বাড়ির আলকুমা বেগমের মেয়ে সুখী ও মুক্তার সাথে পাশের বাড়ির গৃহবধূ সুমনের স্ত্রী মনি আক্তার এর সাথে পানির কল ছাড়ার বিষয় নিয়ে বিবাদ সৃষ্টি হয়। এক পর্যায়ে তর্ক বিতর্কের সময় মনি আক্তার তার স্বামী সুমন কে ডেকে নিয়ে এসে মুক্তা ও সুখী কে মারধোর করে রক্তাক্ত অবস্থায় পালিয়ে যায়। মারধোর করার সময় বাধা দিতে আসে সুখির মা আলকুমা বেগম তাকেও ছাড় মারধর করে বলে অভিযোগ করেন। ইয়াবা ব্যবসায়ী সুমনের হাতে আহত হয়ে মুক্তা ও সুখি চকবাজার মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসায় অবস্থায় আছেন। আলকুমা বেগম সাংবাদিকদের বলেন দীর্ঘদিন যাবৎ সুমন ইয়াবা ও চোরা মোবাইল ব্যবসা জড়িত তার ভয়ে এলাকার সাধারণ মানুষ কথা বলতে পারেনা এলাকার কোন সাধারন মানুষ তার বিরুদ্ধে যদি কোন অভিযোগ দেয় সে তাকে হুমকি ও মারধর করে। এভাবে দীর্ঘদিন যাবৎ এলাকায় অধিপত্যে নিয়ে চলাফেরা করেন। বর্তমানে সুখী আকতার ও মুক্তা আশঙ্কা জনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল আছে। বায়েজিদ থানা সুমন এর নামে একটি অভিযোগ করা হয়েছে। বর্তমান প্রশাসন আইনগত তদন্ত করে ব্যবস্হা নেওয়া হবে বলে জানা যায়।