কাপ্তাই প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস এর মাসব্যাপী কর্মসুচীর অংশ হিসাবে ইসলামি ফাউন্ডেশন রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের আয়োজনে রবিবার(১৮ আগস্ট) কেপিএম কলাবাগান কেন্দ্রে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকী প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।ইফার চন্দ্রঘোনা মধ্যম কলাবাগান গণশিক্ষা কেন্দ্রের সাধারণ কেয়ারটেকার মাওলানা আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ইফার কলাবাগান কেন্দ্রের শিক্ষক ক্বারী মাওলানা আনোয়ার হোসেন। প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় বক্তারা বলেন, ইসলাম প্রচারে জাতির পিতা তাঁর কর্মময় জীবনে যেই ভূমিকা রেখেছে, তা আজোও বিশ্ব দরবারে প্রশংসনীয় হয়ে আছে, তাঁরা বলেন, আজ এই মহান নেতার জন্ম না হলে আমরা লাল সবুজের বাংলাদেশ পেতাম না।।