মোঃ আব্দুল্লাহ্, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রামঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন সেতুর কার্পেটিং ও স্লিপার উঠে গিয়ে মারাত্মক রূপ ধারন করেছে। রাতের বেলায় সাধারন পথচারীরা ঝুকি নিয়ে পথ চলছে। যেকোন সময় দূর্ঘটনা ঘটার আশংকা করছে এলাকাবাসী। দক্ষিণ রাঙ্গুনিয়ায় যোগাযোগের অন্যতম এ সেতুটির কয়েকটি স্থানে কার্পেটিং উঠে যায় ২০১৮ সালের আগস্ট মাসে । সেই সাথে স্লিপার চুরির ফলে স্লিপারশূন্য কয়েকটি অংশে। বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পরও ১ বছর পেরিয়ে গেলেও অল্প কাজটা সম্পাদন করা হলনা এখনো। উল্লেখ্য ২০১৮ সালে পত্রিকায় প্রকাশের পর সামান্য একটু জায়গায় কাজ করা হলেও বাকীগুলো অসম্পূর্ণ রয়ে যায়। এরই ধারাবাহিকতায় নতুন করে কার্পেটিংয়ের স্থর উঠে গিয়ে সেতুটি একরকম বিপর্যস্থ অবস্থায় আছে বলে জানান স্থানীয়রা। সামান্য ১ ঘন্টার কাজ ১বছর লেগে যাওয়াতে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী এ ব্যাপারে বলেন, খুব দ্রুত এর সংস্কার কাজ আরম্ভ হবে। এলাকার মানুষদের দাবী,প্রশাসন অতি দ্রুত কাল বিলম্ব না করে এই অল্প কাজটা সম্পাদন করে জনগনের পথচলার ঝুকি রোধ করুক ।