কেমন যেন।

নিজস্ব প্রতিবেদক

আকলিমা নাছরিন(লিমা)

পৃথিবীটা বড্ড বেসামাল হয়ে গেছে
সবকিছু কেমন জানি পাল্টে নিয়েছে।
আজ আমার এমন লাগছে কেন?
আমার ভেতর কিসের দ্বন্দ?
তবে কি ভাঙ্গছোর চলে কোন এক অজানা দুঃখে।
নিয়তির নির্মম ঢেউ দোলা দে মনে
সুখের জ্বালায় চোখ ভিজে নিরব অভিমানে।
পৃথিবীটা আজ এমন লাগছে কেন?
আজকাল সূর্যটা বড় সুন্দর মনে হয়
রং টা যেন সে নিজে বেছে নিয়েছে।
আজকাল পাখিদের গানটা ও খুব মিষ্টি লাগে
যেন ভালো কোন শিল্পীর কন্ঠ চুরি করেছে।
জীবন টা কেমন জানি মনে হয়
বার বার পাল্টাতে চেয়ে ও থমকে গেছি।
জানো?কতবার তোমাকে বলতে গিয়ে ও
হয়নি বলা কোন কথা।
আজকাল কেমন যেন মনে হয় তোমাকে
এখন ও কি নিজুম,মন খারাপ করা কোন রাতে
আমার ছবির দিকে চেয়ে থাকো?
নিজেকে আজ বড্ড পাগল মনে হয়
যখন আনমনে হাসি,তখন তোমার স্পর্শ পাই।
আচ্চা তুমি এখনো কি আমায় ভাবো?
ব্যস্ত জীবন, এতো ভাববার সময় কই।
আমি ছুটে চলি বুনোহাঁসের পিছনে
আর রচনা করে চলেছি বাস্তবতা
নিঃশব্দ,নিস্তব্দ প্রহরে।
ইচ্ছে করলে ও পাল্টাতে পারি না নিজেকে
নিভৃতে অন্ধকারে তলিয়ে যাচ্ছে জীবন।
এই চেনা তুমি হয়ে গেছো যেন কেমন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত