
মোঃ কামরুল ইসলাম।
(১২ই সেপ্টম্বর-১৯
১৬ তম মৃত্যু বার্ষিকীতে)
উৎসর্গ -( জিকরের জাহান হারু)
তোমার বিয়োগান্তে মা
আমি নয়ন জলে ভাসি
ভালবেসে রেখেছিলে
কত কষ্ট করেছ তুমি।
তুমি বলেছিলে মা পেছনে ছিল মোর বৃহস্পতি
সামনে শুধু শনি
যদি ও শুক্রে দেখেছি আমি পৃথিবীর পথ
কালের নির্মম নিষ্ঠুরতায় তুমি নেই
তুমি চলে গেলে
চৌদ্দ রজব আমার পুঁড়েছে সকল কক্ষপথ।
হৃদয়ে বেঁধেছি পাথর,হয়েছি শুন্য
কক্ষচ্যুত আপন কক্ষ হতে
দুরে, বহুদুরে —
ঝরছে অশ্রুজল
সেই জলে ভাসব আমি সারাটি জীবন ভর।
বাঁচব না আমি বেশিদিন
নিয়ে যেও,তোমারি পদতলে
ভালবেসে আদর দিও
শুধু মোর ললাটে।
দোয়া করো মা,আমি নিঃস্ব,অসহায়
চিন্তা করো না তুমি,যখন তুমি ছিলে
সুস্হতার জন্য কেঁদেছো তুমি
শুন্যে তুলে হাত –
কনকনে শীত
আল্লাহ হু আকবর,আল্লাহ হু আকবর
চারদিকে যখন মুয়াজ্জিনের ডাক।
ঘরের পাশে চেনা চিল
পাশে ঐ মুহুরীর চর
নীড়ের খোঁজে ঘুরে বেড়ায় সাগর জলে
পায় না তারা মা আমার মত নীড়।
মাছরাঙ্গার মত চেয়ে থাকি
যেন অনন্ত সময়
দিনের পর দিন
তুমি আসবে বলে করি ক্রন্দন
অনন্ত বিলাপে দিন যেন হয় শেষ।
বলেছিলে করবে জেয়ারত
খাঁজা মাঈন উদ্দিন চিশতীর কবর
সঙ্গে মোরে নিয়ে
তোমার বিয়োগে করেছি জেয়ারত
পূন্য যেন পাও তবে।
কাবার কালো পাথরে
দিতে চেয়েছিলে চুমু শত সহস্র বার
সঙ্গে নিয়ে মোরে
আমি যেন তা করতে পারি মা
দোয়া করো তবে।
এমন কি তাড়া ছিল
এখনই চলে যাবার
নামাজে,জেয়ারতে যেন
আমি করতে পারি দোয়া
তুলে শুন্যে হাত।