পরদেশী মেঘ।

নিজস্ব প্রতিবেদক

আকলিমা নাছরিন (লিমা)

“পরদেশী মেঘ”যেওনা ছেড়ে
আমার আকাশটারে,
কাছে এসে হাত ধরো,পার হয়ে যাই
এই আকাশের ওপারে।
তুমি জানো?তোমার বুকে
সোনালী সূর্য হাসে,
তোমায় দেখে দু’চোখে সুন্দর
রঙিন স্বপ্ন ভাসে।
ছেড়ে যদি যেতে চাও, তবে
এই আকাশ ছেড়ে চলে যাও
ঐ আকাশে যেন মেঘ হতে পারি
সেই অধিকার দাও।
“পরদেশী মেঘ”তুমি নিরব কেন?
কেন?কেন তুমি আজ ও অবুঝ?
তুমি হুংকার দিয়ে আমার আকাশ
কাপিঁয়ে তোল।
তুমি পারবে না কেন?
তোমাকে পারতেই হবে।
আমি আজ তন্দ্রাহিন, নষ্ট আকাশের
নীল কন্ঠস্বরে,
আমি সারারাত জাগতে চাই
পরদেশী মেঘ তোমায় ধরে।
মাঝরাতে এখনোও শুনি
অন্তহীন শঙ্খনীল,
হয়তো কাটবে দিন তোমার মাঝে
হয়ে বিলীন।
ঐ আকাশ কেন এত শান্ত?
সারারাত জেগে জেগে
হয়েছি আমি ক্লান্ত।
ঘুমু ঢুলু ঢুলু চোখে ঘোর অন্ধকারে
আমি জেগে থাকি,
“পরদেশী মেঘ”সারারাত তোমার
আকাশের ছবি আঁকি।
এখনো ভাবি তোমার আকাশে
একফালি মেঘ হয়ে ভাসি,
আর চিৎকার করে বলি “পরদেশী মেঘরে”
তোমায় বড্ড বেশি ভালোবাসি।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত