ঢাকা ব্যুরো অফিসঃ
দেশ থেকে সকল প্রকার অন্যায়-অবিচার দূর করতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, 'ঘুষদাতা ও ঘুষগ্রহীতা, দু’জনকেই শাস্তির আওতায় আনা হবে।'বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে দুজন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি দেন। সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন পরিচালিত হচ্ছে।
ঘুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'দেশ থেকে অন্যায়-অবিচার দূর করতে শুধু আইন শৃঙ্খলা-বাহিনীর ওপর নির্ভরশীল হলে চলবে না। অন্যায় অবিচারের বিরুদ্ধে সামাজিকভাবে সচেতন করতে হবে।'তিনি বলেন, 'আমরা দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতেও দেবো না। ঘুষ যে গ্রহণ করবে, ঘুষ যে দেবে; উভয়েই অপরাধী। দু’জনকেই আইনের আওতায় ধরা হবে।' প্রধানমন্ত্রী বলেন, 'শুধু বাংলাদেশই নয়ম সব দেশেই দেখা যায়— একটা দেশ যখন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অগ্রযাত্রা শুরু করে, তখন এক শ্রেণির টাউট-বাটপার তৈরি হয়। এমন অপরাধীদের দমন করা শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সম্ভব না। সামাজিকভাবে তাদের রুখে দিতে হবে। জঙ্গি-সন্ত্রাস-মাদক ও দুর্নীতি দমনে জনসচেনতা তৈরির বিষয়ে এরই মধ্যে আমরা গুরুত্ব দিয়েছি এবং সফলতা পাচ্ছি।'