মহেশপুরে সুন্দরপুর গ্রামে দানকৃত ফকিরের আস্তানা থেকে জোর পুর্বক গাছ কর্তন, ইউএন’র নির্দেশে বন্ধ।

নিজস্ব প্রতিবেদক

শহিদুল ইসলাম মহেশপুরঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার এস’বিকে ইউপির সুন্দরপুর গ্রামে খাঁজা মঈনদ্দীন চিশতী (রহঃ)এর নামে আকবর আলীর দানকৃত ০৮ শতক জমিতে থাকা বেশ কিছু মেহগুনি গাছ জোর পুর্বক বিক্রী করে দিয়েছে গ্রামের কতিপয় নামধারী ব্যক্তিরা। গাছ গুলো কাটা কালিন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীল গ্রামবাসীর মাধ্যম জানতে পেয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছে। জানা গেছে সুন্দরপুর গ্রামের কৃতি সন্তান মৃত আকবর আলী জীবতদশায় খাঁজা মঈনদ্দীন চিশতীয়ার হাতে বয়াত হয়ে দীর্ঘদিন যাবত চিশতী তরিকা মোতাবেক জীবন যাপন করেছেন। তারই আলোকে জীবতদশায় ১৯৬৫ ইং সনে সুন্দরপুর ১৫১ নং মৌজায় সুন্দরপুর গ্রামে একটি চিশতীয়া তরিক পন্থী আস্তানা স্বরুপ খাঁজা মঈনদ্দীন আলী চিশতী (রহঃ)এর নামে ০৮ শতক জমি স্বজ্ঞানে নি-স্বার্থে সরকারি খতিয়ানে ওয়াকফা করে দেন। ১৯৯৩ ইং সনে আকবর আলী চিশতী মারা গেলে আস্তানার সভাপতি মশিয়ার রহমান ও সাধারন সম্পাদক সোহরাব হোসেন সহ দরবারের কমিটি গং দরবারটি দেখভাল করে আসছিল। ইতি মধ্যে মৃত আকবর আলীর পুত্র আতিয়ার, আতিয়ারের পুত্র শিলন,জনু দফাদারের পুত্র ফারুক,মিজানুরের পুত্র ছমির মন্ডল কাউকে কিছু না জানিয়ে নিজেদের সম্পদ দাবী করে আস্তানা থেকে জোর পুর্বক বেশ কিছু মেহগুনি বিক্রী করে দিয়েছে। যার আনুমানিক মুল্য প্রায় ১ লক্ষ টাকা। ২৪ আগস্ট গাছ গুলো কাটা কালিন গ্রামবাসী মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে, ইউএনও মহোদয় তাতক্ষনিক ভাবে ব্যবস্হা গ্রহন করে দুই জন চৌকিদার পাঠিয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত