
চৌধুরী মুহাম্মাদ রিপনঃ
লায়ন্স ক্লাব অব চিটাগাং মহাগরের উদ্যোগে ও লিও ক্লাব মহানগরের সহযোগিতায় চট্টগ্রাম নগরের হালিশহর বি-ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ ২৪শে আগষ্ট দিনব্যাপী বিভিন্ন ধরনের সেবামূলক কর্মকান্ড পরিচালিত হয়। স্কুলের ছাত্রছাত্রীদের কে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয় ও ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়, গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের কে স্কুল ব্যাগ উপহার দেয়া হয়। এছাড়াও স্কুল মাঠের চারপাশে বিভিন্ন ফলজ গাছের ছারা রোপন করা হয় ও শিক্ষার্থীদের কে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও ডেংগু সচেতনতার জন্য ছাত্রছাত্রীদের কে হ্যান্ড বিল দেয়া হয় ও লায়ন ডাঃ দেবাশীষ দত্ত ডেংগু নিরাময়, প্রতিরোধ ও প্রতিষেধক বিষয়ে আলোচনা করেন।
সেবা কার্যক্রম উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা স্কুল প্রাঙ্গণে স্কুল শিক্ষার্থী ও অভিবাবকদের উপস্থিতিতে লায়ন অশেষ কুমার উকিল এর সঞ্চালনায় ও ক্লাব সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার বিপ্লব দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের ১ম ভাইস জেলা গভর্নর লায়ন ডাঃ সুকান্ত ভট্টাচার্য্য, অন্যান্য অতিথির মাঝে উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন-১ লায়ন আবু মোর্শেদ, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন পরিমল কান্তি দাস ও লায়ন উত্তম কুমার দাস, ক্লাব ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার দীপংকর সেনগুপ্ত, এবং লায়ন পরেশ কুমার চৌধুরী, লায়ন ইঞ্জিনিয়ার অসীম বড়ুয়া সহ অন্যান্য লায়ন সদস্যবৃন্দ, পুরো প্রোগ্রামটি বাস্তবায়নে কাজ করে লিও ক্লাব অব চিটাগাং মহানগর এর প্রতিষ্ঠাতা পরিচালক লিও মাহী চৌধুরীর নেতৃত্বে পুরো লিও টিম, আরো উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট লিও মোঃ শাহজাহান, সদ্য সাবেক ক্লাব প্রেসিডেন্ট লিও জাহিদ হাসান আযাদ প্রিমন, লিও জেলা আর ডি লিও আরাফাত ইলাহী, এবং ক্লাব এর অন্যান্য সদস্যবৃন্দ।