বরাবর,
অফিসার ইনচার্জ
বন্দর থানা
সিএমপি, চট্টগ্রাম
বিষয়ঃ হারানো ডায়েরী করার আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ করিম ২৬
পিতা/স্বামীঃ মোঃ রুহুল আমিন সাং ভবানীগন্জ, বর্তমানঃ নিমতলা বিশ্বরোড় ফারুক সাহেবের কলোনী, থানাঃ বন্দর , জেলাঃ চট্টগ্রাম।
এই মর্মে থানায় হাজির হইয়া ডায়েরী করার আবেদন করিতেছি যে, ইং ১৫/০৮/১৯ তারিখ ১০:০০ ঘটিকার সময় আমার বন্দরের গেইট পাশ হারিয়ে যায়,
যাহার ১১২০০০০০১৯৭৯৬, কাষ্টম মোড়ে হারিয়ে ফেলি,অনেক খোজাখুজি করে ও পাইনি, আমি চট্রমেট্রো - ১১৮৪৫৮ গাড়ীর চালক হই।
অনেক খোজাখুজি করিয়াও পাওয়া যায় নাই বিধায় বিষয়টি আপাতত ডায়েয়ীকরিতে ইচ্ছুক।
অতএব, উপরোক্ত বিষয়টি আপনার থানায় সাধারণ ডায়েরী ভুক্ত করিতে মর্জি হয়।
নিবেদক
মোঃ করিম
01812435097
সূএঃ বন্দর থানার সাধারণ ডায়েরী নং ১২০৬
তারিখঃ ২২/০৮/১৯
ডিউটি অফিসার
বন্দর থানা
সিএমপি, চট্টগ্রাম।