
আজকের কর্ণফুলী ডেস্কঃ
অদ্য ২৫ আগস্ট চকবাজারস্থ জাতীয় পার্টি চট্টগ্রাম কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় এবং সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর জাপা’র সাধারণ সম্পাদক আলহাজ্ব এয়াকুব হোসেন। আরো উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এরশাদুল হক সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক আত্বা-ই-রাব্বি তানভীর, নগর ছাত্র সমাজের সাবেক সদস্য সচিব এবং কেন্দ্রীয় সদস্য রাশেদুল হক খোকন, চট্টগ্রাম কলেজ আহ্বায়ক আনিসুর রহমান মিনহাজ, সাবেক কেন্দ্রীয় সদস্য সুমন বড়–য়া, চান্দগাঁও থানার আহ্বায়ক মো: মামুনুর রশিদ, চকবাজার থানা ছাত্রনেতা হোসেন মোহাম্মদ এরশাদ, মহসিন কলেজ ছাত্রনেতা মোহাম্মদ অনিক, চান্দগাঁও থানার যুগ্ম আহ্বায়ক মামুন মিয়াজী, কোতোয়ালী থানা ছাত্রনেতা বাপ্পী আহমেদ, বাকলিয়া থানা ছাত্রনেতা আবু হাসান, বাকলিয়া কলেজ ছাত্রনেতা সাইদুর রহমান, মো: মুরাদ, আরাফাত, সাগর, মারুফ, জিসান সহ প্রমুখ নেতৃবৃন্দ। উদ্বোধনকালে আলহাজ্ব কামাল উদ্দিন তালুকদার বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশের শতকরা ২৫ ভাগ বনাঞ্চল থাকার কথা হলেও বাংলাদেশের পরিমাণ মাত্র ১৭ ভাগ। বৃক্ষরোপনের ফলে বৈশ্বিক বায়ূমন্ডলে ঊষ্ণতা বৃদ্ধি হ্রাস পাবে এবং বাংলাদেশ জলবায়ূ দূষণ থেকে রক্ষা পাবে।