কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ডেঙ্গু জ্বর সচেতনতায় উন্মুক্ত বৈঠক এবং সংগীতানুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ

” সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্যক্রমের অংশ হিসাবে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে সোমবার (২৬ আগস্ট) রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা কুকিমারা পাড়ায় উন্মুক্ত বৈঠক এবং সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাপ্তাই তথ্য কর্মকর্তা মো: হারুন এর সভাপতিত্বে তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চালনায় উন্মুক্ত বৈঠকে ওয়াগ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য অংসাপ্রু মারমা, সাবেক ইউপি সদস্য সুইচাপ্রু মারমা, কার্বারি চিংচাউ মারমা আলোচনায় অংশ নেন এবং ডেঙ্গু জ্বর প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা থাকার উপর গুরুত্বারুপ করেন এছাড়া কাপ্তাই তথ্য অফিসের লোক সংগীতের শিল্পি রফিক আশেকী ও বসুদেব মল্লিক গানে গানে জনগনকে ডেঙ্গুজ্বর মোকাবেলায় সচেতন করেন এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। সংগীতানুষ্ঠান এ যন্ত্রসঙ্গীত এ সহায়তা করেন টুন্টু রাম এবং মেঘনাথ।।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত