মোঃ নাজমুল সাঈদ সোহেল
চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধি :
চকরিয়ায় লক্ষ্যারচর নেটওয়ার্ক ক্যাবল অফিস রাতের আঁধারে দুধর্ষ চুরির ঘটনা ঘটে ।২৭ আগষ্ট (মঙ্গলবার) দিবাগত রাতে ডিস অফিসের তালা ভেঙ্গ দূর্বৃত্তরা মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। নিয়মিত কর্তব্য পালনের জন্য অফিস ম্যানেজার নুরুল কাদের অফিসে আসলে দেখত পায় দরজায় লাগানো তালা নিচে পড়ে আছে এবং ভিতরের গচ্ছিত মালামাল এলোমেলোসহ ক্যাশ ড্রয়ার ভাঙ্গা অবস্থা। স্থানীয় সূত্রে জানা গেছে,লক্ষ্যারচর নেটওয়ার্ক ক্যাবল অফিসটি চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজারস্থ চৌরাস্তার পূর্বপাশে একটি দালানের তৃতীয় তলায় দীর্ঘদিন যাবত ডিস সংযোগসহ নানা বিনোদন মূলক সেবা দিয়ে আসছেন এলাকবাসীকে।উক্ত ব্যাবসা প্রতিষ্ঠানের অফিসটি চুরির ঘটনা দুঃখজনক বলে দাবী করেন এলাকাবাসী।তবে ঐ দালানের ছাদে এলাকার কিছু বখাটে যুবকের আনাগোনা ও মাদক সেবন করতে দেখা যেত। চুরির ঘটনাটি বখাটে মাদক সেবনকারীর মধ্য করতে পারে বলে ধারণা করেন। লক্ষ্যারচর নেটওয়ার্ক ক্যাবল প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী শাহীন বলেন,অফিস ম্যানেজার নুরুল কাদের প্রতিদিনের ন্যায় অফিসে আসলে দেখত পায় দরজায় লাগানো তালা নিচে পড়ে আছে এবং ভিতরের গচ্ছিত মালামাল এলোমেলোসহ ক্যাশ ড্রয়ার ভাঙ্গা অবস্থা।এসময় অফিস ম্যানেজার মুঠোফোনে আমাকে অবহিত করলে অফিসম্থলে তড়িৎ ছুটে যাওয়ার পর বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সাংবাদিকগণকে অবহিত করে চকরিয়া থানায় ঘটনা বিশদ বিবরণসহ সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করি।চুরি করে নিয়ে যাওয়া সামগ্রীর মধ্য রয়েছে মোবাইল ২টি, ট্রান্স মিটার ৬টি প্রত্যেকটির মূল্য ২৫০০০টাকা,ডিস ক্যাবল ৫ বান্ডিল প্রত্যেকটির মূল্য ৪১০০টাকা, নোট ৪টি প্রত্যেকটির মূল্য ২৫০০টাকা,ডিস এম ১০টি প্রত্যেকটির মূল্য ১৮০০টাকা এবং ক্যাশ ড্রয়ারে থাকা ৭০ হাজার টাকা। সর্বমোট দুই লক্ষ আটাত্তর হাজার পাঁচশ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে জনান।এবিষয়ে চুর সনাক্তসহ মালামাল উদ্ধারে তিনি স্থানীয় চেয়ারম্যানসহ প্রশাসনিক সহযোগীতা কামনা করেন।