হাজী ইলিয়াছ কক্সবাজার জেলাঃ
কক্সবাজার শহরে গাড়ীর চাকায় পিষ্ট বোরহান উদ্দিন (১৫) সাড়ে তিন মাসেও সুস্থ হয়ে উঠেনি। গত ৯মে শহরের লাবনী পয়েন্টে আপন ড্রিংকিং ওয়াটারের টমটম যানে পিষ্ট হয়ে গুরুতর আহত হয় বোরহান। তার ডান হাত ভেঙ্গে গেছে। মাংস পেশীর একাংশ গুরুতর আহত হওয়ায় তার শরিরের চামড়া ও মাংস সংযুক্ত করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। আহত বোরহান জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুবজোট, কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি নুরুল আলম সিকদারের পুত্র। বর্তমানে বোরহান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মাংস পেশীতে মাংস ও চামড়া সংযুক্ত করতে লক্ষাধিক টাকার প্রয়োজন বলে জানিয়েছেন বোরহানের মা খালেদা বেগম। হত দরিদ্র পরিবারের বোনহানের পক্ষে লক্ষাধিক টাকা ব্যয় করে চিকিৎসা করা সম্ভব নয় বলে তার মা খালেদা বেগম জানান।
এদিকে আপন ড্রিংকিং ওয়াটার কর্তৃপক্ষ শুরু থেকে অসহযোগীতা করায় বোরহানের চিকিৎসা সেবা অনিশ্চিত হয়ে পড়েছে। সময়মত অপারেশন করে ডান হাতের মাংস পেশীতে মাংস সংযোগ ও চামড়া লাগাতে না পারলে হাতে পচন ধরতে পারে বলে আশংকা করছে চিকিৎসকরা। ফলে অবহেলার কারণে বোরহানের ডান হাত কেটে ফেলতে হতে পারে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক করা।
অন্যদিকে হতদরিদ্র পরিবারের বোরহানের মা খালেদা বেগম জানান, আমার ছেলে যে কোম্পানীর গাড়ীতে গুরুতর আহত হয়েছে, তারা যদি আমার ছেলের চিকিৎসা ব্যয় বহন না করে, তবে আমি ওই কোম্পানীর বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।