ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
অবিলম্বে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেছে নবগঠিত টেকনাফ উপজেলা বিএনপি। মঙ্গলবার২৭ অক্টোবর বাদে আছর নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজিত মিছিল থেকে বক্তারা এ দাবী জানায়। মিছিলটি হ্নীলা বাসষ্টেশন প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এক পথসভায় মিলিত হয়। হ্নীলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ মেম্বারের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ হারুনের পরিচালায় এতে বক্তব্য রাখেন- জেলা যুবদলের সদস্য রফিকুল আলম চৌধুরী, হ্নীলা উত্তর শাখা যুবদলের সাবেক যুগ্মআহবায়ক হারুন অর রশিদ। নতুন কমিটির সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকী, সিনিয়র সহসভাপতি মোঃ হাশেম মেম্বার (সিআইপি), সহ সভাপতি ফরিদ উদ্দিন ফারুকী, নুরুল আমিন চৌধুরী, শাহাদাত হোসেন সাধারণ সম্পাদক, যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ সাবেক ছাত্রনেতা আলী মেম্বার এবং সাংগঠনিক সম্পাদক এডভোকেট ছলিমুল মোস্তফাকে স্বাগত জানিয়েছে মিছিলে দলের তৃণমুলের নেতদাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন। যোগ্য নেতাদের সমন্বয়ে কমিটি করায় কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদিকা এডভোকেট শামীম আরা স্বপ্নাকে সভা থেকে ধন্যবাদ জানানো হয়।