মায়াবিনী..

নিজস্ব প্রতিবেদক

-মোঃ কামরুল ইসলাম।

মায়াবিনী তুমি অপূর্ব সৃষ্টি,তুমিই ভালবাসার পাঠশালা
তোমার আঁকা বাঁকা উঁচু নিচু জমিন যেন প্রতিটি কবির কবিতা।
তুমি মরুর বুকে অবিরাম বর্ষা,ভালবাস তুমি যখন তখন অবলীলায়,যে কাউকে
তুমি গঙ্গার জল লজ্জাবতী
লতা।
তুমি চুম্বন এঁকে দাও বাঁকা নেএে প্রতিটি প্রেমিক শরীর
তোমার বৃষ্টি বিলাস চোখ যেন কম্পিত
ভালবাসা।
তোমার ছোঁয়ায় কবিতা ছেড়ে কেউ আজ মহাকাশ বিজ্ঞানী-
শীতাতপের রঙ্গলীলায় কেউ হয়
ও এস ডি- কবি।
গভীর অরণ্যে আবার সুপারীর গাছের মাঝখানেই
তুমি
বিকেলের আড্ডায়,ঝি ঝি পোকার শব্দে,চাঁদ জাগা রাতে দু চোখে তন্দ্রা নামে তাতেও তোমার
হাতছানি।
তোমার ছোঁয়া মৃতরা জাগে তুমি এলে বৃষ্টি নামে
কষ্টের নীল ক্ষেত ফিরে পায় যেন
প্রান।
এগার হাত শাড়ির আঁচল,ঠোঁটে লিপিষ্টিক,ব্লাউজের ঘের,হৃদয়ে কষ্টের লোনাজল মুখে তবুও তোমার মিষ্টি
সেই হাসি।
তুমি নিমিষে ভেঙ্গে দাও কারও স্বপ্নের ঘর
সবকিছু থেকেও তুমিই বলো তোমার হৃদয় ভালবাসাহীন ধু,ধু
বালুচর।
কেউ বুনে তোমার জন্য নিখুঁত একটি ঘর
সেই ঘর শুন্য করে অন্যের হাত ধরে তুমি হও
পর।
টিনের চালের বৃষ্টির শব্দে,তুমি আসবে বলে ছিলে দৃঢ় প্রতিজ্ঞ-
সেই তুমি আষাঢ়,শ্রাবণ পেরিয়ে খুঁজো অন্য কোন
ঘর।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত