দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে টেকনাফ পৌর প্রেস ক্লাবের শোক

নিজস্ব প্রতিবেদক

ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি এবং প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) চেয়ারম্যান ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে সীমান্ত উপজেলার সাংবাদিক সংগঠন টেকনাফ পৌর প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা গভীর শোকাহত। এক শোকবার্তায় টেকনাফ পৌর প্রেস ক্লাব উপদেষ্টা আবুল কালাম আজাদ, জেড করিম জিয়া, সভাপতি আব্দুল্লাহ মনির, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, নূরুল হক, সাধারন সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক নূর হাকিম আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, অর্থ সম্পাদক ফরহাদ আমিন, প্রচার সম্পাদক মো. রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল আলী, দপ্তর সম্পাদক মো. শাহীন, তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুদ্দিন মো. মামুন, নিবাহী সদস্য নূরুল হোসাইন মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোক বার্তায় সাংবাদিকরা বলেন, গোলাম সারওয়ারের মৃত্যুতে জাতি একজন দেশবরেণ্য সাংবাদিককে হারালো। তিনি সংবাদ মাধ্যমের এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব এবং আজীবন সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। প্রথিতযশা এই সাংবাদিকের মৃত্যুতে বাংলাদেশের সংবাদ অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হল। মুক্তিযুদ্ধে ও সংবাদ মাধ্যমে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত