কাপ্তাই প্রতিনিধিঃ
রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার পানি বিদ্যু কেন্দ্রের ব্রিকফিল্ড এলাকা হতে মঙ্গলবার(২৮ আগস্ট) বন মামলার -৩৯/১৩ এর সাজাপ্রাপ্ত আসামি দিলিপ কুমার প্রকাশ বাইট্রাইয়াকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ। কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ পলাতক এই আসামীকে কাপ্তাই ব্রিকফিল্ড এলাকা হতে গ্রেফতার করে কাপ্তাই থানায় নিয়ে আসা হয়। বুধবার সকালে তাকে রাংগামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন।