
কাপ্তাই প্রতিনিধিঃঃ
“পুলিশকে সহায়তা করুন-পুলিশের সেবা গ্রহণ করুন” এই স্লোগানকে নিয়ে পুলিশ সেবা সপ্তাহ’ ২০১৯ উদযাপন উপলক্ষে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা বুধবার( ২৮ আগষ্ট) ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, রাইখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ এনামুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইউসুফ তালুকদার, চন্দ্রঘোনা থানার এসআই মোঃ ইম্রাফিল, এসআই মোঃ মাসুদ কামাল, ইউপি সদস্য মাসানু মারমা, সাবেক ইউপি সদস্য অজয় কুমার সেন(ধনা) সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
আলোচনা সভায় পুলিশের সেবা, ট্রাফিক নিয়ম-কানুন সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশের কর্মকর্তাগণ নারী ও শিশু বান্ধব পুলিশিং সেবা, কমিউনিটি পুলিশিং এর সুফল, ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রদত্ত সেবা, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা কিভাবে আরো দ্রুত জনগনের দ্বারপ্রান্তে পৌঁছানো যায়, এই সংক্রান্তে আলোচনা করা হয়। এছাড়া পুলিশিং সেবা সহজতর করার লক্ষ্যে উপস্থিত জনতার পক্ষ হতে পরামর্শ গ্রহণ করা হয়। এর আগে একটি র্যালি চন্দ্রঘোনা থানা প্রাঙ্গণ হতে শুরু হয়ে ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়।