
ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
হ্নীলা ইউনিয়নে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে মাদকের নির্মূলে এক বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩০ আগস্ট বিকেলে হ্নীলা ইউনিয়ন বাসষ্ঠেশনে কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখলেন,টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলহাজ্ব নুরুল হুদা, সাধারণ সম্পাদক আবুল কালাম, হ্নীলা ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ আলম বাহাদুর, সাধারণ সম্পাদক নুরুল হোসাইন,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক তারেক মাহমুদ রনি, নীলা কমিউনিটি পুলিশিংয়ের সহ-সম্পাদক শাকের আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু, ৩নং ওয়ার্ডের সভাপতি মফিজুর রহমান, ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাহাদুর, কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি মাওলানা মোঃ ফেরদৌস, জাফর আলম সাদেক,৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ডক্টরঃ নূর মোহাম্মদ ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মেম্বার ফরিদুল আলম, ২ নম্বার ওয়ার্ডের সভাপতি সালেহ আহমদ,৩ নাম্বার ওয়ার্ডের মেম্বার বশির আহমদ, ১ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি রফিক, মৌলভীবাজার ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনূস, সাংবাদিকসহ অন্যান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেছেন, মাদক জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে টেকনাফের ওসি প্রদীপ কুমার দাশের কোন বিকল্প নাই। বক্তারা আরো বলেন,ওসির বিরুদ্ধে গভীর ভাবে বিভিন্ন ধরণের ষড়যন্ত্র করে যাচ্ছে। উক্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াঁনোর জন্য আহব্বান জানান।
আমরা চাই মাদক মুক্ত টেকনাফ। টেকনাফ থেকে মাদকের বদনাম শেষ হয়ে যাক। আর বদনাম চায় না। বর্তমান মাদকের বদনাম মুছাতে সফল ওসি প্রদীপ কুমার দাশ কে টেকনাফে দরকার রয়েছে৷