
জেলা বিএনপির সিদান্তক্রমে মেয়াদোত্তীর্ণ হওয়ায় টেকনাফ পৌর বিএনপির কমিটির পুনর্গঠন করা হয়েছে। একই সাথে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিও অনুমোদন দেয়া হয়েছে। পুনর্গঠিত কমিটিতে সভাপতি আবদুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম, সহ-সভাপতি আনোয়ার কামাল, সাধারণ সম্পাদক সাবেক যুবদলনেতা আকতার হোসেন বাবলু, যুগ্ম সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল ও আবদুর রহমান। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না এই কমিটি অনুমোদন করেন। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অনুমোদিত কমিটির সভাপতি, আবদুর রাজ্জাক বলেন, শিগ্গিরই নতুন কমিটির সভা আহ্বান করে সংগংঠনকে আরো গতিশীল ও সুসংহত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন তরান্বিত করা হবে।