আজকের কর্ণফুলী ডেস্কঃ
শুক্রবার ( ৩০ অগস্ট) সকাল ৮টার দিকে মিরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের অনন্ত দাশের বাড়িতে পানিতে ডুবে আদিত্য দাশ কৌশিক নিহত হয়। নিহত আদিত্য ওই বাড়ির পলাশ দাশ ও পলি দাশের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির পুকুর পাড়ে হাস দেখে খেলা করছিল শিশু আদিত্য। ধারনা করা হচ্ছে হাস পুকুরে নেমে গেলে শিশুটিও পুকুরে নেমে যায়। কিছুক্ষণ পর পরিবারে লোকজন তাকে না দেখে খোঁজ করে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেরে সেখান থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তান নগর) হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে দ্রুত মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে। দুর্গাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আজিজুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।