কাপ্তাই প্রতিনিধিঃঃ
পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে রাংগামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এবং ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৮ টি দু:স্হ ও অসহায় পরিবারের মাঝে ৪ টি গাভী ও ৪ টি ছাগল বিতরণ করা হয়। শনিবার (৩১ আগস্ট) চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ এবং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা এইসব পরিবারের সদস্যদের হাতে গাভী এবং ছাগল তুলে দেন। এসময় চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ৫ নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা সহ পরিষদের ইউপি সদস্য এবং স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা জানান, ইতিমধ্যে কাপ্তাই এর রাইখালী ইউনিয়ন সহ মোট ৩ টি ইউনিয়নে গরীব দু:স্হদের মাঝে গাভী ও ছাগল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নেও বিতরণ করা হবে।।