কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়িস্থ কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজ যাত্রী ছাউনী এলাকা হতে পাচার করার প্রাক্কালে চোলাই মদ সহ এক মহিলা পাচারকারীকে গত শনিবার (৩১ আগষ্ট) বিকেলে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ। আটক মহিলার নাম শামশুন্নাহার শানু। এসময় তার কাছ থেকে ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।চোলাই মদ গুলি চট্টগ্রাম পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল বলে আটক শানু জানায়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন বিকেলে কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে এসআই গাজী মোরশেদ ও সঙ্গীয় ফোর্সসহ কর্ণফুলী কলেজ যাত্রী ছাউনী সংলগ্ন কাপ্তাই- চট্টগ্রাম সড়ক হতে মহিলা পাচারকারী শামশুন্নাহারকে আটক করতে সক্ষম হয়।এসময় তার কাছ থেকে প্রায় ১৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। চোলাই মদ গুলি সে চট্টগ্রাম পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল।দীর্ঘদিন ধরে সে এই ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।আটক শানুকে রবিবার রাঙামাটি জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে থানা পুলিশ জানায়।