শোককে শক্তিতে রুপান্তরিত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

নিজস্ব প্রতিবেদক

আজকের কর্ণফুলী ডেস্কঃ

আজ বিকাল ৪ ঘটিকায় জাতীয় পার্টি চকবাজার কার্যালয়ে নগর ছাত্র সমাজের উদ্দোগে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের চেহলাম ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। উক্ত চেহলাম ও দোয়া মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ নজরুল ইসলাম। নগর জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় উক্ত সেহেলাম ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক এরশাদুল হক সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক আত্বা-ই রাব্বি তানভীর, কেন্দ্রীয় সদস্য রাশেদুল হক খোকন, কেন্দ্রীয় সদস্য জিয়াউর রহমান মুকুল,কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সুমন বড়ুয়া, চান্দগাও থানার আহবায়ক মোঃ মামুনুর রশীদ মামুন, যুগ্ন আহবায়ক আরাফাতুল আলম কচি, যুগ্ন আহবায়ক মামুন মিয়াজি, ইসলামিয়া কলেজ ছাত্রনেতা আজিজুর রহমান, বাকলিয়া কলেজ ছাত্রনেতা মোঃ মারুফ, উন্মুক্ত কলেজ ছাত্রনেতা মোঃ তামজীদ, বাকলিয়া থানা ছাত্রনেতা আবু হাসান, কোতোয়ালী থানা ছাত্রনেতা বাপ্পি আহমেদ, মোঃ সায়িদ, সাগর, মোঃ শফিক, মোঃ রিয়াদ উদ্দীন, মোঃ মুশফিক, সাব্বির আলম, মোঃ সুজন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক এরশাদ সিদ্দিকী বলেন, সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ আজ আমাদের মাঝে নেই। বাংলার যত্রতত্র থাকায় চারদিকে দেখি পল্লীবন্ধুর উন্নয়ন। আজ পল্লীবন্ধুর মৃত্যুর পরেও চারদিকে জয়গান শোনা যাচ্ছে। সভাপতির বক্তৃতায় নগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন, পল্লীবন্ধুর বিয়োগ ব্যথায় অন্যান্য সহ সহযোগী সংগঠনের মত জাতীয় ছাত্রসমাজও অত্যান্ত শোকাহত। আমরা শোককে শক্তিতে রুপান্তরিত করে সামনে এগিয়ে যাবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত