বিশু তনচংগ্যা
কাপ্তাইয়ে জেটিঘাট এলাকায় আজ সন্ধ্যায় ৭.৩০ ঘটিকার সময় মদ্যপান করে মাতলামি অবস্থায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে মিলন চন্দ্র ভট্ট(৩৫), পিতা- খন্ড কুমার ভট্টকে ৭দিনের কারাদন্ড পাটিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জনাব রুহুল আমিন। ঘটিত ঘটনা এমনতা জানতে পারলে তাৎক্ষনিকভাবে কাপ্তাই পুলিশ ফারি পাঠিয়ে নেশা অবস্থায় মিলন চন্দ্রকে আতক করা হয়। জানাযায় তিনি কাপ্তাই জেটিঘাট এলাকা একটি হোটেলে কাজ করেন। মদ্যপানে এমন মাতলামি অবস্থায় স্থানীয়দের মাঝে পরিবেশ নষ্ট করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭দিনের বিনাশ্রমে কারাদন্ড দেয়া হয়।