
রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রাম রাউজান উপজেলার কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল ফুল দিয়ে বরণ করেছেন রাউজান পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন। তিনি আজ রোববার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট -এর ১৭তম বিশ্ববিদ্যালয় দিবসে আসলে স্থানীয় জন-প্রতিনিধি সাথে চুয়েট ক্যাম্পাসের সামনে তখন তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন. পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুন নবী, তপন দে, বিশ্বজিৎ, সোহেলা, হাজী আমির হোসেন,
ইসমাইল হায়দার, রোকন উদ্দিন সিদ্দিকী, জানে আলম, বাসু ঘোষ, রাউজান উপজেলা ছাত্রলীগের (দক্ষিণ)-এর সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মামুন, সাধারণ সম্পাদক হাসানসহ এতে স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।