নোবেল ভাবনা

নিজস্ব প্রতিবেদক

মোঃ কামরুল ইসলাম

নোবেল পেয়েছি, হয়ত আবার পাব না
শুনে বলবে হয়ত অনেকে বাহ্ কি মজা !
নোবেল পেয়ে ও হবে কি আমার ?
কেউ মত্ত মদে,কেউ গণহত্যায়।

জাতিসংঘ, নিরাপত্তা পরিষদ
চীন, রাশিয়া সঙ্গে কট্টর মোদি
ত্রাণ কাহিনী,বেহুলা লক্ষিন্ধর
যা দেশে চলছে নিরবধি।

যুক্তরাজ্য, ইরান, মালেশিয়া ও তুরস্ক
তাদের ত্রাণ সরকার বাহাদুর বন্টন করে না
কি কখনও ?

রাজনৈতিক, অরাজনৈতিক অনেক সংগঠন
মানবিক মূল্যবোধ,মায়া ওদের হৃদয় অবধি
বেঁচে আছে তাই আজও রোহিঙ্গা জনগণ।

রোহিঙ্গা ভয়ানক,টেঙ্গারচর,ভাসানচর হয়
যদি ওদের আশ্রয়স্থল-কালক্ষেপন ভুল পথে
সরকার মত্ত যদি নোবেলে
নোবেল ছিল যা বিশ্ব চক্রান্ত।

মিয়ানমা- ওরা মগ, নর্দমার কীট, রাক্ষকের বংশধর
হাতে মদ, মত্ত মদে করে রোহিঙ্গা নিধন।

শত সহস্র বছর ধরে আমরাই মানবিক
প্রমান দিয়েছি শত, দিব আর কত ?
রোহিঙ্গা প্রেমে মত্ত সরকার,জনগন।
সেই রোহিঙ্গারা আজ নিষ্ঠুর নির্মম
যা বিশ্ব চক্রান্ত।

ওরা রোহিঙ্গা, তবু ও ওরা মানুষ
আর নয় বাংলাদেশ- দাও হে বিশ্ব
ওদের নাগরিকত্ব।

কূটনৈতিক চাপ,জাগিয়ে তুলো দেশ
আর নয় মানবতা,হোক সংগ্রাম
জাগিয়ে তুলো দেশীয় ঐক্য-
ফিরে যাক- পাক দ্রুত ওরা নাগরিকত্ব।
মিয়ানমায় ফিরে পাক ওরা
অতি দ্রুত যা ওদের বসত ভিটে
হারানো ঐক্য।

জাগো মুসলিম,জাগো সকল বন্ধু রাষ্ট্র
বাঁচাও আমার এই দেশ-করজোড়ে মিনতি
নতুবা আমার সোনার বাংলার হবে
অন্য নাম আফগান রাষ্ট্র।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত