মিরসরাইয়ে ৩ টি পৃথক সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগের নেতা সহ নিহত ৬ আহত ১৭

নিজস্ব প্রতিবেদক

নুর নবী রাসেল.মিরসরাইঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ৩টি পৃথক সড়ক দূর্ঘটনায় এক ছাত্রলীগ নেতা সহ নিহত হয়েছে ৬ জন এবং আহত হয়েছে অন্তত ১৭ জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের জামালের দোকান এলাকায় ট্রাকের ধাক্কায় সেইফলাইন খাদে পড়ে উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন মিলন (২২) এবং যাত্রী আলাউদ্দিন (৩০) সহ ২ জন ঘটনাস্থলে নিহত হয়ছেন। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৭ জন।  গত ১০ই সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১০ ঘটিকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত মিলন মিরসরাই উপজেলার ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। নিহত মিলন কিছমত জাফরাবাদ গ্রামের শফিউল আলম প্রকাশ (ডিপুটি) হোসেনের পুত্র এবং নিহত আলাউদ্দিন মিরসরাই সদর ইউনিয়নের উত্তর মান্দারবাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র। গত ৬ই সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের কমলদহ এলাকায় মোটরসাইকেল দূূর্ঘটনায় মন্টু বড়ুয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মন্টু বড়ুয়া ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের দমদমা এলাকার নিরোদ রঞ্জন  বড়ুয়ার পুত্র। গত ৯ই সেপ্টেম্বর (সোমবার) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সুফিয়া রোড এলাকায় ট্রাক,সেইফলাইন এবং লেগুনার ত্রিমুখী সংঘর্ষে এক নারী সহ অন্তত ৩ জন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়ছেন আরো ১০ জন। দুপুর ১ ঘটিকার সময় এই দূর্ঘটনা ঘটে। মহাসড়কে নিরাপদ নহে সেইফলাইন অদক্ষ চালক,ফিটনেসবিহীন এবং লক্কর ঝক্কর ও খেয়াল খুশি মত চলাচলের কারণে মিরসরাইয়ে এখন প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা। এর জন্য দায়ী কে। চালক নাকি যাত্রী। অধিকাংশ সেইফলাইন মহাসড়কে সড়ক দূর্ঘটনা  বিভিন্ন পদক্ষেপ নিলেও কিছুতেই বন্ধ হচ্ছেনা মহাসড়কে সড়ক দূর্ঘটনা। ক্রমেই বেড়েছে চলেছে সড়ক দূর্ঘটনার প্রবনতা। অদক্ষ চালকের কারণে প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা আর এতেই ঘটছে প্রানহানীর। সড়ক দূর্ঘটনা রোধে আগে চালকদের সতর্ক হতে হবে না হলে প্রতিনিয়ত ঘটতে থাকবে প্রানহানির সংখ্যা।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত