নুর নবী রাসেল.মিরসরাইঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুর থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ১১ই সেপ্টম্বর (বুধবার) সকাল ১১ ঘটিকার সময় চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের ভূইয়া গ্রামের নিজাম উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে। জানা যায়, নিজাম উদ্দিনের বাড়ি সংলগ্ন পুকুরে লাশ দেখে ৯৯৯ নম্বরে ফোন করে জোরারগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ এসে পুকুর থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ব্যাক্তির যদি কোন পরিচয় পাওয়া যায় তাহলে জোরারগঞ্জ থানা পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন থানা প্রশাসন।