টেকনাফে ‘আলো সি-রিসোর্ট’থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন আলো সি-রিসোর্ট থেকে পিরোজপুর জেলার ব্রাহ্মণঘাটি ১নং ওয়ার্ড একার আব্দুল মান্নান তালুকদারের ছেলে মোঃ আরিফুল ইসলাম মাসুদ(৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১১ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকার সময় টেকনাফ সী-বিচ এলাকার আলো সি-রিসোর্ট থেকে লাশটি উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার ওসি তদন্ত এবিএমএস দোহা বলেন, বুধবার সকাল ১০ টার সময় খবর পেয়ে আমার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন আলো সি-রিসোর্ট নামে কটেজের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত