কাপ্তাই প্রতিনিধিঃ
গত বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে বাংলাদেশে প্রথমবারের মতো রাঙামাটির কাপ্তাই উপজেলায় সৌরবিদ্যুৎ কেন্দ্রে ৭.৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি শুভ
উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের প্রধান বাঁধ সংলগ্ন খালি জায়গায় ২৩ একর জায়গার ওপর সৌরবিদ্যুৎ প্রকল্পটির কার্যক্রম শুরু হয় ২০১৭ সালের ৯ জুলাই। প্রায় দুই বছর পর বর্তমান সরকার এই সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর পর বুধবার প্রধানমন্ত্রী উদ্বোধনের পরে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে এ বিদ্যুৎ কেন্দ্রটি দেশের সরকারিভাবে উৎপাদিত প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্র। মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের সময় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে অতিথি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দুই দশক ধরে পার্বত্য চট্টগ্রাম এক অশান্ত পরিবেশ ছিল। যেটা ১৯৭৬-৭৭ সালে শুরু হয়। আমরা ১৯৯৬ সালে সরকার গঠন করার পর পার্বত্য এলাকা শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিয়ে পরে শান্তি চুক্তি করি। শান্তি চুক্তি করার পর পার্বত্য এলাকায় উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। আর্থসামাজিকভাবে পার্বত্য অঞ্চলের মানুষ যথেষ্ট উন্নয়ন করে যাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর কারণে আর্থসামাজিক উন্নয়ন আরও বাড়বে।’ শেখ হাসিনা বলেন, ‘পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে যেখানে এখনও গ্রিডলাইন যাওয়া কষ্টকর। সেখানে কিছু কিছু সোলার প্যানেল দেওয়া হচ্ছে, আরও ব্যাপকভাবে যেন প্রত্যেক এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে প্রতিটি বাড়িতে আলোয় আলোকিত হয়, সেই ব্যাপারে আমরা কাজ করবো তিন পার্বত্য জেলায়।’ ভিডিও কনফারেন্সের সময় রাঙামাটিতে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, সেনাবাহিনী রাঙামাটি রিজিয়ন কমান্ডার মইনুর রহমান, রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায় প্রমুখ।