আজকের কর্ণফুলী ডেস্কঃ
রাঙ্গামাটি জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের অভিযানে বৃহস্পতিবার দুপুর অনুমানিক ২টার দিকে কাপ্তাইয়ে ২নং রাইাখালী ইউনিয়নের কারিগড় পাড়া বাজারের অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী মহিলা ও দুই সেবনপাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কারিগড়পাড়া বাজারের মাদক ব্যবসায়ী পচিমা মারমা( ৪০), স্বামী মংপুইচিং মারমা ও খ্যানুসিং মারমা(৩০), স্বামী অংসিংমং মারমা এবং মাদক সেবনকারী তিনছড়ি পাড়া মংছো মারমার ছেলে চাইসুইউ মারমা( ৩৬) ও মিরিছড়া পাড়ার মৃত দিলিপ কুমার তনচংগ্যার ছেলে ইরাধন তনচংগ্যা(৩২), তারা সবাই রাইখালী ইউনিয়নের বাসিন্দা। জানা যায় কারিগড় পাড়া বাজারে দীর্ঘদিন ধরে মদ্য ব্যবসায় সাথে জড়িত এমন গোপন তথ্য সংবাদ পেয়ে উক্ত স্থানে অভিযান চালায় এসময় বিপুল পরিমাণ মদসহ দুই মহিলা মদ্য ব্যবসায়ী এবং দুই মদ্য সেবনকারী সাইচুইউ মারমা ও ইরাধন তনচংগ্যা কে আটক করা হয়।
এদিকে রাজস্থলী উপজেলায় ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাসিন্দা পুলক বড়ুয়ার বাড়িতে দীর্ঘদিন যাবৎ মদ্য তৈরির জন্য মুলি উৎপাদন কারখানা বলে জানতে পেরে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পুলক বড়ুয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়েছে। এমন ঘটনার সত্যটা স্বীকার করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফ উদ্দিন জানান- রাঙ্গামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের অভিযানে ৫জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে । তাদের মধ্যে অনেকেই মদ্য ব্যবসায়ী ও সেবনকারী বলে জানা যায়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আগামীকাল রাঙ্গামাটিতে প্রেরণ করা হবে।