
মোঃ কামরুল ইসলাম।
শীতের বিকেল সেই মিষ্টি রোদ
খেজুর রসের পিঠা –
শহরের কোলাহল থেকে আজি দুরে
গাঁয়ে আমি আজি বেঁধেছি বাসা
ভাটিয়ারী,সীতাকুন্ড,মিরশ্বরাই কত যে নাম
জারুল পাতার মসমস শব্দে এখন ঘুম ভাঙ্গে আমার।
আমি উদাস, গিয়েছি শুনতে আজি
উদাসী বাউলের গান
পথে,ঘাটে,মাঠে মাঠে আজি দেখেছি সোনালী সেই ধান।
কৃষাণীর মুখে হাসি আর হাসি
কাঁকনের মিষ্টি ঘামে
দু চোখের পাতায় নিরন্তর সেই উল্লাস
যেন আজি অবধি —
নরম রোদে সোনালী খড়ে
আজি কৃষানীর স্বপ্ন যেন উড়ে
শীতের বাতাস আজি ,গ্রীষ্মের মাথায় হাত
সোনালী স্বপ্নে শুধু কিষানী কাঁপে।
প্রকৃতির সাথে চেয়েছি থাকতে
যেন শীতের মধ্য রাত
খড়ের উঞ্চতায় উঞ্চ হয়েছি
শান্ত নিরবতায় ভেঙ্গেছি ধ্যান
হিজল বনে শুনেছি আমি
শুধু খেক শিয়ালের ডাক।
আবার আসিব আমি
শীতের বিকেলে
কুয়াশা ভরা রাত
হিজল বনে, ডালিমের ডালে
খুঁজে পাবে আমায়
আমি ভালবেসে যাব
বাংলার পথ,মাঠ,ঘাট।