খালিশপুর ৫৮ বিজিবি’র অভিযানে সাড়ে সাত লক্ষ টাকার ভারতীয় মালামালসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক

শহিদুল ইসলাম মহেশপুর থেকেঃ

ঝিনাইদহের মহেশপুরে পূর্বাশা পরিবহন থেকে সাড়ে সাত লাখ টাকার ভারতীয় মালামালসহ ৫ ভারতীয় চোরাকারবারীকে আটক করেছে (বিজিবি)। আজ (শনিবার) সকাল ১০.০০ ঘটিকায় জীবননগর স্পেশাল ক্যাম্পের সামনে থেকে পূর্বাশা পরিবহন তল্লাশি করে ভারতীয় শাড়ী, পাঞ্জাবী,থ্রি পিচ,খেলার সামগ্রী ও প্রসাধনী সহ বিভিন্ন ধরনের ভারতীয় মালামাল আটক করেছে খালিশপুর ৫৮ বিজিবি।ব্যাটেলিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, অবৈধভাবে ভারতীয় মালামাল দেশে আমদানি করা হচ্ছে।তাৎক্ষণিক হাবিলদার বোরহান উদ্দিন এর নেতৃত্বে পূর্বাশা পরিবহন তল্লাশি করে, অবৈধভাবে আমদানি হওয়া ভারতীয় মালামাল ভর্তি ১৬ টি ব্যাগ জব্দ করা হয়।ব্যাগের মধ্যে থেকে বিভিন্ন ধরনের সাড়ে সাত লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়।প্রথমত কেউ ব্যাগের মালিকানা স্বীকার না করলেও সুকৌশলে আসামিদের সাথে মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে খালিশপুর বিজিবি ক্যাম্পে আনা হয় , এবং তাদেরকে আটক করা হয়। এব্যাপারে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত