শিব্বির আহম্মদ যুক্তিবাদীঃ
"এসো মিলে খেলা করি, মাদক মুক্ত সমাজ গড়ি" এই শ্লোগান নিয়ে চট্টলার ছাত্র ও যুব পরিষদ কর্তৃক অায়োজিত ঝাঁক ঝমকপূর্ণ জমজমাট আলোড়ন সৃষ্টি করা খেলোয়াড়দের বাছাই,দল ভিত্তিক লটারি ড্র ও খেলোয়াড় পরিচিতি অনুষ্ঠান উক্ত কমিটির চেয়ারম্যান হাজী জসিমুল হুদার সভাপতিত্বে ও মোঃ নাহিদ,সাঈদ মুরাদ,সোহেল অাহম্মেদর সঞ্চালনায় মরহুম হাজী হোসেনুজ্জমান চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মন্ডলীর সদস্য যথাক্রমে ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, কদমতলী মহল্লা কমিটির সর্দার আলহাজ্ব নুরুল ইসলাম নরু, পরিবহন ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ নুরুল আবছার, হাজী বদরুল হুদা মুরাদ, আহমেদুর রহমান, কোচ মোঃ আলী, হাজী হারুন হায়দার, সোহেল রানা, সালাহউদ্দিন জাহেদ, গোলাম মোস্তফা মোশতাক, অানোয়ার হোসেন,নাহিদ মুরাদ মুন্না, সুফিউর রহমান টিপু, নুরুল অাবছার কায়সার, নুরুল আবছার যুক্তিবাদী, সোহেল অাহম্মেদ, নুরুল হুদা তানভাীর,সাংবাদিক আরাফাত কাদের, মারুফুল ইসলাম মারুফ, রাসেল আরাফাত,সম্রাট, রিপন ও শফিকুল আলম মুন্না সহ প্রমুখ। এই টুর্ণামেন্টে কদমতলীর ৮ টি দল অংশগ্রহণ ও অত্র এলাকার ১২৮ জন খেলোয়াড় অংশ গ্রহণের মাধ্যমে একটি সুন্দর প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিডিয়া পার্টনার হিসেব উপস্তিত ছিল সি প্লাস টিভি(অনলাইন), বাংলা টিভি, প্রজম্ম '৭১ বাংলা(অনলাইন মিডিয়া (প্রযোজনা)