
মোঃ কামরুল ইসলামঃ
আজ চট্টগ্রামস্হ সানরাইজ গ্রামার স্কুল মিলনায়তনে শিক্ষক প্রশিক্ষণ ও দিক নির্দেশনা মুলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশানের প্রতিষ্ঠাতা ও বিকেএ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোঃ দিদারুল ইসলাম । বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ইদ্রিসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মানবাধিকার কর্মী,কবি লেখক ও বিকেএ বিভাগীয় উপদেষ্টা মোঃ কামরুল ইসলাম। এতে মোঃ দিদারুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে শিক্ষিকাদের মাঝে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। প্রশিক্ষন ও দিক নির্দেশনা মুলক আয়োজনে আগামীতে প্রত্যেক শিশুকে মাতৃস্নেহে পাঠদানের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথি মোঃ কামরুল ইসলাম তার বক্তব্যে বলেন -শিক্ষা মানুষের মৌলিক অধিকারের অন্যতম।এই জন্য বাংলাদেশ সরকার প্রতি বছর কোটি কোটি টাকা সরকারী,অাধা সরকারী স্কুল পরিচালনায় ব্যয় করে। কিন্ডারগার্টেন সমুহ ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হলেও সরকার থেকে তেমন কোন রকম সাহায্য সহযোগিতা পায় না।বর্তমানে বিনা মুল্যের বই পেয়ে থাকলেও অন্য কোন অনুদান ও সরকার কর্তৃক স্বীকৃতি আজও কিন্ডারগার্টেন সমুহকে দেওয়া হয়নি। বর্তমানে সরকারের উদার নীতি ও আগামীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাএ/ছাত্রীদের বিনামুল্যে দুপুরের খাবার বিতরন পরিকল্পনা নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার যোগ্য তবে এতে সরকারী প্রাথমিক শিক্ষার মান কতটা আধুনিক মান সম্মত হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি প্রত্যেক শিক্ষককে মান সম্মত শিক্ষাদানের উপর গুরুত্ব আরোপ করেন। উক্ত অনুষ্ঠানে বিকেএ সাধারন সম্পাদক কে এস আজিম,ক্রীড়া সম্পাদক এম এ মতিন,মিসেস সেন গুপ্তা সহ বিভিন্ন বিদ্যালয়ের অধ্যক্ষবৃন্দ উপস্হিত ছিলেন।