
কাপ্তাই প্রতিনিধিঃঃ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহিদুল ইসলাম বলেন, প্রতিযোগিতায় ঠিকতে হলে পাঠ্য বইয়ের বিকল্প নাই, তিনি বলেন সৃজনশীল প্রশ্ন পদ্ধতি শিক্ষার্থীদের মেধা মনন বিকাশে সহায়তা করছে। তিনি বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ পরিদর্শন কালে একথা বলেন। এসময় বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই এর অধ্যক্ষ লেফটেন্যান্ট কমান্ডার নূরে আলম সিদ্দিকী, ভাইস প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম, কলেজ কোঅর্ডিনেটর মো: নুরুল আবছারসহ কলেজের অন্যান্য প্রভাষকগন এবং শিক্ষকরা উপস্হিত ছিলেন। পরিদর্শন কালে কলেজ পরিদর্শক জাহিদুল ইসলাম কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতি, শৃঙ্খলা, মাল্টি মিডিয়া দ্বারা পাঠদানের ব্যাপারে খুবই সন্তুোষ প্রকাশ করেন। তিনি বিজ্ঞান, ভূগোল, পদার্থ বিদ্যা, ব্যবসা সংগঠন, অর্থনীতি বিষয়ের উপর বিভিন্ন প্রশ্ন করেন এবং ছাত্র ছাত্রীরা প্রশ্নের উত্তরে তাদের প্রশংসা প্রদান করেন।