আল ইমাম হোসাইনী কাফেলা বাংলাদেশ শোহাদায়ে কারবালা মাহফিল কলসী দীঘির পাড় সম্পূর্ণ হল

নিজস্ব প্রতিবেদক

চৌধুরী মুহাম্মাদ রিপনঃ

সাংবাদিক নুর উদ্দিন এর সভাপতিত্ব আল ইমাম হোসাইনী কাফেলা বাংলাদেশ আয়োজিত শোহাদায়ে কারবালা মাহফিলে চট্টগ্রাম কলসি দীঘির পাড় নেছার কলোনির মাঠ অনুষ্ঠিত হয়। গত ১৯ শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় আল্ ইমাম হোসাইনী শোহাদায়ে কারবালা মাহফিলের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বন্দর থানা ওমর শাহ্ পাড়া ও আলী মাঝি পাড়া ৩৮ নং ওয়ার্ড গাউছিয়া কমিটির সভাপতি জনাব আলহাজ্ব মুহাম্মদ শরিফ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রধান মুহাদ্দিস দারুন্নাজাত ছিদ্দিকীয়া কামিল মাদ্রাসা র মুফতি ওসমান গনি সালেহী (ঢাকা)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ খাজা কালু শাহ্ ( রাঃ ) সিনিয়র মাদ্রাসা সীতাকুণ্ডের আলহাজ্ব হযরত মওলানা মুহাম্মদ আবুল কালাম আমিরী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, খতিব জাফর আলী মালুম জামে মসজিদ কলসি দীঘির পাড় এর
হযরত মওলানা মুহাম্মদ নুরুল কবির রিজভী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থেকে মাহফিলে বক্তব্য রাখেন, খতিব বাইতুল হামিদ জামে মসজিদ কলসি দীঘির পূর্ব পাড় হতে হজরত মাওলানা মুহাম্মদ আব্দুল আল নোমান আল কাদেরী। বক্তারা মাহফিলে ইসলামের উপর বিভিন্ন আলোচনা করেন। আল ইমাম হোসাইনী শোহাদায়ে কারবালা মাহফিলের শেষে আল্ ইমাম হোসাইনী কাফেলা বাংলাদেশ এর উদ্যোগে উপস্থিতি সবাইকে তবররুক বিতরণের মধ্য দিয়ে শেষ করেন উক্ত মাহফিল।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত