
মোঃ আব্দুল্লাহ্, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন মুহাম্মদপুর এলাকায় জামিয়াতুশ শায়খ আল্লামা আহমদ শফি আল ইসলামিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২৩ সেপ্টেম্বর সোমবার নব প্রস্তাবিত উক্ত মাদ্রাসা মাঠে এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগঠনের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি দাঃ বাঃ । মাওলানা ইছহাক নূর এর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলিশে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর এবং ঢাকা যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম মুহিউচ্ছুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দাঃ বাঃ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আল্লামা মুফতি ফয়জুল্লাহ, হাফেজ ছাআ’দত হোসেন, মাওলানা সুলতান শাহ, মাওলানা আনাছ মাদানী, মাওলানা মোঃ মুছা, মাওলানা আবদুস সত্তার, মাওলানা মোঃ নুরুল্লাহ, মাওলানা মঈনুদ্দীন রূহী, ক্বারী মোহাম্মদ ইসমাঈল, ক্বারী মোহাম্মদ শওকত আলী, মাওলানা নেছার আহমদ শাহ, মাওলানা নুরুল আজিম, মাওলানা সিরাজ-উদ-দ্দৌলা, মাওলানা মুবিনুল হক সহ আরো অনেকে। দোয়া মাহফিলে রাঙ্গুনিয়ার বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররাও শরিক হন। এতে উক্ত মাদ্রাসার সার্বিক কার্যক্রম সু-সম্পন্ন হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে সমবেত সবায় একসাথে মোনাজাতে অংশগ্রহন করে। সেইসাথে উক্ত মাদ্রাসা প্রতিষ্ঠিত হলে রাঙ্গুনিয়া উপজেলা ইসলামি শিক্ষা প্রসারে আরো একধাপ এগিয়ে যাবে বলে অতিথিরা অাশাবাদ ব্যক্ত করেন।