কাপ্তাই বন্যহাতির আক্রমণে পল্লী চিকিৎসক গুত্বর আহত।

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ

দোকান হতে প্রতিদিনের ন্যায় কাজ শেষে বাড়ি ফিরার পথে বন্যহাতির আক্রমণে ডংনালা এলাকার নামার পাড়ার ছোথোয়াইপ্রুর ছেলে পল্লী চিকিৎসক রেমংপ্রু মারমা (৪২) গুরুত্বরআহত হয়ে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কাপ্তাই রাইখালী এলাকার ডংনালা এলাকার পল্লী চিকিৎসক সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় দোকন বন্ধ করে রাতে বাড়ি ফিরার সময় পার্শ্ববতী জঙ্গল হতে বন্যহাতি এসে উক্ত চিকিৎসকে গুরুত্বরভাবে আহত করে। তার আর্তচিৎকারে এলাকার লোকজন ছুঁটে এসে দ্রুত আহত অবস্থায় ঐ রাতে স্থানীয় মিশন হাসপাতালে ভর্তি করান।
এদিকে রাইখালী ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক ঘটনার সত্য স্বীকার করে বলেন, আমি মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে দেখতে যাই। তিনি আরও বলেন, ইদানিং ঐ সকল এলাকায় বন্য হাতির আক্রমণ বৃদ্বি পেয়েছে। ইতি পূর্বে বন্যহাতির আক্রমণে কয়েকজ হতাহত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত