ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপে চৌকি পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম। মঙ্গলবার (২৪ শে সেপ্টেম্বর) দুপুর দেড়টায় হেলিকপ্টারে করে সেন্টমার্টিনে পৌঁছেন বিজিবির মহাপরিচালক । এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন টেকনাফ-২-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি জানান, বিজিবির মহাপরিচালক
প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের নিরাপত্তা ও বিজিবির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেছেন । এ সময় দ্বীপে নিয়োজিত বিজিবির সদস্যদের প্রতি বিভিন্ন বিষয় তুলে ধরেছেন তিনি। প্রথম বারের মত বিজিবির মহাপরিচালক প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিদর্শনে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন- কক্সবাজার রামু সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মাইন উদ্দিন চৌধুরী, বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুল রহমান, সেক্টর কমান্ডার মনজরুল হাসান খান, টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান, অপারেশন অফিসার মেজর রুবায়াৎ কবীরসহ কোস্টগার্ড ও নৌবাহিনীর কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ১৯৯৭ সাল পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে বিজিবির কার্যক্রম ছিল। এরপর দ্বীপে বাংলাদেশ কোস্টগার্ড কার্যক্রম চালিয়ে আসছিল। দীর্ঘ ২২ বছর বন্ধ থাকার পর গত ৭ এপ্রিল থেকে আবারও বিজিবি সেখানে নিয়মিত টহল শুরু করে। মূলত সীমান্তের সুরক্ষা ও চোরাচালান রোধে সরকার নতুন করে দ্বীপে বিজিবির একটি চৌকি স্থাপনার উদ্যোগ নেয়। এ চৌকি পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ বলেন, দ্বীপে বিজিবি মোতায়েনের ফলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত হয়েছে।