মহেশপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের গোপালপুর ( সামন্তা) গ্রামের মৃত গোলাম দফাদারের মেজ ছেলে জিয়াউর রহমান(৩৮) এর বিরুদ্ধে ছোট ভাই শাহীনের স্ত্রী নাজমা বেগম (৩০) এর শারীরিক ভাবে নির্যাতন ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ২৪ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকার সময় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাসুর জিয়াউর রহমানের ছোট ভাই শাহীনের অনুপস্থিতিত্বে স্ত্রী নাজমা বেগমের ওপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি লাঠির আঘাত ও লাথি মারতে থাকে। এক পর্যায়ে নাজমা বেগম ও তার দুই শিশু সন্তানের চিৎকারে বাড়ির পাশের লোকজন নাজমা বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় পল্লী চিকিৎসকের নিকট নিয়ে গেলে পল্লী চিকিৎসক তাদেরকে সুচিকিৎসার জন্য মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পল্লী চিকিৎসকের পরামর্শ মতো তার স্বামী শাহীন নাজমা বেগমকে দুপুর ১২ ঘটিকার সময় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে। তার পায়ে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা করার প্রস্তুতি চলছিল।