
ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পূর্ব রত্না ১নং ওয়ার্ডের বড়ুয়া পাড়া এলাকায় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়া বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে আজ বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর সকাল ৭ টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করে লাশ ৪ টি উদ্ধার করে।
যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলো-মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখী বড়ুয়া, রোকেন বড়ুয়া স্ত্রী মিলা বড়ুয়া ও ২ নাতনী।নিহতদের প্রতিবেশীরা জানান, প্রতিদিনের ন্যায় সকালে তাদের বাড়ির কাউকে দেখতে না পেলে বাড়িতে গেলে ভেতর থেকে তালা লাগানো দেখলে বাড়ির একটি খোলা জানালা দিয়ে উঁকি দিলে বাড়ির বৃদ্ধা সখী বড়ুয়ার রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে অন্য সদস্যদের দেখতে না পেলে পুলিশে খবর দেয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন। লাশ গুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।তবে ঠিক কী কারণে এবং কোন সময়ে তাদের হত্যা করা হয়েছে এ তথ্য জানাতে পারেননি তিনি।