
কাপ্তাই প্রতিনিধিঃঃ
ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাই কর্নফুলী সরকারি কলেজ ভাঙ্গন রোধে ১৫০ মিটার তীর প্রতিরক্ষামূলক ধারক দেওয়াল নির্মাণ এর উদ্বোধন করলেন রাংগামাটি পার্বত্য জেলা হতে নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদার । পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হয়। এছাড়া কর্নফুলি নদী হতে কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়াম, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভাঙ্গনরোধে কর্নফুলি নদীর পাশে প্রতিটি ১৫০ মিটার করে তীর প্রতিরক্ষামূলক বাঁধ নির্মানের উদ্বোধর করেন দীপংকর তালুকদার এমপি। পানি উন্নয়র বোর্ডের অর্থায়নে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্প ৩ টি বাস্তবায়িত হচ্ছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে এই প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তরকালে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার, কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা।