আদিতমারীতে,১৭ই আর্শ্বিন শুরু হচ্ছে আসন্ন দূর্গোসব।

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিনিধি আদিতমারী(লালমনিরহাট)

জাতিবর্ন নির্বিশে,প্রত্যেক জাতির রয়েছে
শান্তি বা,কল্যানের পথ,বা মুক্তির একমাত্র
উপায়ের দিক নির্দেশনা ও মাধ্যম,যা হচ্ছে
ধর্ম।এই ধর্মের মাধ্যমে,প্রত্যেক জাতিই
ফিরে পায়,শান্তি বা,কল্যানের পথ এবং
মুক্তির উপায়।এমনকি প্রত্যেক জাতিই
খোজে পায়,ধর্মকে কেন্দ্র করে আনন্দ উদ্দীপনা ও,উৎসব আমেজ।তাই পূর্ব বংশের রেওয়াজনুযায়ী প্রতি বছরের ন্যায় এবারও,১৭ই আর্শ্বিন রোজঃশুক্রবার,
শুরু হচ্ছে,আদিতমারীতে ৮টি ইউনিয়নের মোট,১১৩টি মন্ডুপে,শারদীয় দূর্গোসব। আসন্ন দূর্গাপূজাকে কেন্দ্র করে,সনাতন ধর্মীয় হিন্দু সম্প্রদায়ের প্রানে যেন ,খুশির
আমেজ ঢেউ খেলছে,উৎসবের জোয়ারে ভাসছে যেন,তাদের মন।এমনকি উৎসবের জোয়ারে মেতে,মন মত নিজেকে রাঙ্গাতে সাজ-সজ্জায় সজ্জিত হতে,নিজেকে সাজিয়ে নিচ্ছেন রঙ্গিন কাপড়ে।পবিত্র মহালয়া উদযাপন ও,চন্ডিপাঠের মধ্য দিয়ে নৌকায়,তাদের দূর্গাদেবীকে বরন করেন।
এই বিষয়ে কথা হয়,তালুকদুলালী বাজারের,শারদীয় দূর্গামন্ডুপের পূজা কমিটির সভাপতি,শ্রী ললিত চন্দ্রের সাথে। তাদের আসন্ন উৎসবকে ঘিরে,তিনি জানান,আগামী ১৭ই আর্শ্বিন,রোজঃশুক্রবার ১৪২৬বঙ্কাব্দ মতে বেলপূজা বা,বেলষষ্টির মাধ্যমে,শুরু হবে আসন্ন দূর্গোসবের পূজার পর্ব,এবং এরপর মানাপূজার মধ্যদিয়ে,দেবীকে ঘরে নেওয়া হবে।সাজ-সজ্জায় সজ্জিত দূর্গামাতাকে ভক্তি শ্রদ্ধার মাধ্যমে,বিনম্র সুরে দেবীর প্রার্থনার মধ্য দিয়ে, দেবীর প্রয়োজনীয় পুজা পালন করা হবে।পূজা কমিটি আরও জানান,আসন্ন দূর্গাপূজার সকল
প্রস্ততি ও পদক্ষেপ গ্রহন করে,অনুষ্ঠিত হতে যাচ্ছে ,অনন্য মন্ডুপের ন্যায় উক্ত মন্ডুপে আসন্ন দূর্গোসব।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত