
মো: আব্দুল্লাহ্,রাঙ্গুনিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শিক্ষা অন্বেষা মেধাবৃত্তি পরীক্ষা ২০১৯ সম্পন্ন করার উদ্দেশ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ২৫ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫টায় উপজেলা সদর ইছাখালীতে অবস্থিত গ্যালাক্সী ডায়াগনষ্টিক সেন্টারে এ সমন্বয় সভার আয়োজন করা হয়। রাঙ্গুনিয়া উপজেলা পরীক্ষা কমিটির সভাপতি ডা: এস এম আবুল ফজলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন শিক্ষা অন্বেষা মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্রিয় কমিটি ২০১৯ এর প্রধান সমন্বয়কারী ও শিক্ষা অন্বেষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: জসীম উদ্দিন চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা পরীক্ষা কমিটির সরফভাটা কেন্দ্রের সমন্বয়কারী সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: আব্দুর রউফ মাস্টার, বি আই জেড কেন্দ্রের সমন্বয়কারী মো: আবু নাছের। এতে আরো উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া কেন্দ্রের সদস্য সচীব বি আই জেড এইচ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল গফুর ,সদস্য – শিলক বেদৌর আলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সন্তোষ কুমার নাথ,মীরেরখীল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: হারুন সিকদার,সরফভাটায় অবস্থিত রাঙ্গুনিয়া গার্লস আডিয়াল স্কুলের অধ্যক্ষ মো: আব্দুল্লাহ্, সমাজকর্মী আবুল কালাম চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আকাশ আহমেদ, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের প্রতিনিধি মোস্তফা জাহেদ হোসেন প্রমুখ। সমন্বয় সভায় উপস্থিত সকলে রাঙ্গুনিয়া উপজেলায় আসন্ন বৃত্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এবং এ ব্যাপারে যাবতীয় সহয়তা করার আশা ব্যক্ত করেন।