আদিতমারীতে চলতি মৌসুমে,বেগুনের দামে কৃষকের মুখে হাসি।

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব,প্রতিনিধিঃ আদিতমারী লালমনির হাটঃ

অনন্য মৌসুমের তুলনায়,চলতি মৌসুমের,
শীতের বিভিন্ন আগাম সবজি গুলোর মধ্যে
বাজারে দেখা যাচ্ছে, মুলা বেগুন, কপি,
লাউ,সহ আরও কয়েকটি সবজি।সবজি
গুলোর মধ্যে বাজারে, ক্রেতাগনের চাহিদায়,কোনটিও কম নয়,তবে বর্তমান বাজারে, পাইকারী চাহিদায় রয়েছে বেগুন।লালমনিরহাটের আদিতমারীতে,প্রতন্ত সিমান্ত এলাকাতে,শীতের আগাম সবজি গুলোর মধ্যে,বেগুন চাষের বিকল্প নেই।যদিও সিমান্তের কয়েকটি এলাকাতে প্রত্যেক মৌসুমে বেগুন চাষে সফল,এলাকা হিসেবে বেশ পরিচিত। তবে এ মৌসুমে বেগুন রোপণের পর-পরই,ছিল
অনবরত বৃষ্টি,এবং বেগুন রোপণের উপযুক্ত সময়ে বৃষ্টি থাকায়, বেগুনের অনেক বীজতলা সহ,চাষকৃত ক্ষেত নষ্ট হয়ে যায়। অনেক চাষীই আবার, নষ্ট হওয়ার পরও
পূর্নরায় বেগুন চাষে মনোযোগী হয়,এবং দিনের পর,দিন হার-ভাঙ্গা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে,যদিও তারা দ্বিতীয় বারের মত বেগুন চাষে সফল হয়ে উঠে। বেগুন চাষের প্রয়োজনীয়, সার,ঔষধ কীটনাশক প্রয়োগ সহ,বিভিন্ন পরিচর্যার মাধ্যমে, বর্তমান বেগুনের চলতি সময়ে আবহাওয়ার পরিবর্তনে মাঝে-মধ্যে বৃষ্টি থাকার কারণে। বেগুনের জোয়ার পচে যায় এবং ঝড়ে যায়,একারণে বেগুনের ফলন খুবই কমে যায়,বলে জানান,উপজেলার সিমান্ত এলাকার কৃষক মোঃআকবর আলী,হায়দার আলী,রহমান মিয়া সহ,বেগুন চাষীদের আরও অনেকেই। একই এলাকার বেগুন ব্যবসায়ীরা জানান, চাহিদানুযায়ী বেগুন না পাওয়ায়,এবং কৃষকের ফলন খুবই কম হওয়ায়,এমনকি বাজারের চাহিদা মেটাতে বৃদ্ধিতে নিতে হচ্ছে বেগুন।বেগুনের চলতি মৌসুমে, যদিও কৃষকের বেগুন চাষে, হতাশায় ছিল বেগুনের বাজার চাঙ্গা হওয়ায় ।এবং সন্তোষ্টমূলক দামে,বাজারে বেগুন বিক্রি করতে পেয়ে,হার-ভাঙ্গা পরিশ্রমের সকল,কষ্টকে ভূলে,এবং মন থেকে সব হতাশা মুছে, এবার সিমান্ত এলাকার কৃষকের মুখে হাসি ফুটেছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত